অলোক আচার্য, তারাপীঠঃ- শনিবার সকালে তারাপীঠ মায়ের মন্দিরে নিজ হাতে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নব বস্ত্র ফুলের মালা পরিয়ে অঞ্জলি দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে আর্শীর্বাদ ও নমস্কার সারলেন। করোনা পরিস্থিতি তে তারাপীঠে মায়ের কাছে আর্শীর্বাদ প্রার্থনা করেন সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন।

শনিবার বীরভূমের বোলপুরে নির্বাচনী ভার্চুয়াল ভাষন দেওয়ার পর তারাপীঠের মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন নির্বাচন কমিশনকে বিজেপির আয়না বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার।