কলমের দুনিয়া, হাবড়া :- হাবড়া থানার গুমা বালুইগাছি খালধার এলাকার রিনা রায় নামে এক মহিলাকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত ৮ তারিখ নদিয়া জেলার তাহেরপুর এলাকার লিটন বিশ্বাস (৩১) নামে এক যুবকের সাথে জোর করে বিয়ে দেন নিজের মেয়েকে রিনা রায়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় ঘুমা রবীন্দ্র বিদ্যাপীঠ ক্লাস এইটের ছাত্রী। নিজের মেয়েকে জোর করে বিয়ে দেয় তার মা। মঙ্গলবার অভিযোগ দায়ের করে হাবড়া চাই চাইল্ড লাইন। মঙ্গলবার রাতে অভিযুক্ত রিনা রায় কে গ্রেফতার করে হাবরা থানা পুলিশ ও নাবালিকাকে উদ্ধার করে। বুধবার ধৃত বারাসাত আদালতে তোলা হয় ও নাবালিকাকে সি ডব্লিউ সি তে পাঠানো হয়েছে।