অলোক আচার্য, নিউ বারাকপুর :- আবারও নিখোঁজ হওয়া দামি মোবাইল ফোন উদ্ধার করল নিউ বারাকপুর থানার পুলিশ। সোমবার রাতে বিলকান্দা ১নং গ্রাম পঞ্চায়েতের শহরপুর এলাকার অটোচালক স্নেহাশীষ বিশ্বাস এবং পশ্চিম মাসুন্দা কলেজ পাড়ার ব্যবসায়ী অমিত চৌধুরীর হাতে নিজ দামী মোবাইল ফোন তুলে দেন নিউ বারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরা ও থানার এস আই গোবিন্দ দাস। ওসি হিমাদ্রি ডোগরা জানান প্রতি নিয়ত নীমীদামী মোবাইল ফোন হারিয়ে যায় সমাজের বিভিন্ন স্তরের পেশার মানুষের। থানায় নিখোঁজ ডাইরি করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের। সেই মোতাবেক এবছর জুন জুলাই মাসে দুজনার দুটি দামী মোবাইল ফোন হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া
দুটি দামী মোবাইল ফোন উদ্ধার করে সোমবার মালিকের হাতে তুলে দেওয়া হয়। থানার সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়। চলতি মাসে প্রায় পাঁচটি ফোন উদ্ধার করা হয়েছে।ওসি হিমাদ্রি ডোগরা আরোও বলেন পুলিশের কাজ শুধু চোর ডাকাত খুনিদের ধরা নয়। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করা ও মানবিক কাজ। সেই মানবিকতা টুকু পালন করেছি।