অলোক আচার্য, নিউবারাকপুর :- রক্তের বিকল্প হয়না। দিতে হয় মূমুর্ষ মানুষের প্রান বাঁচাতে একফোঁটা রক্ত জীবন ফিরে পায়। রক্তদান জীবনদান। কোনো উপহার উপঢৌকন নয়। রক্তদাতাদের হাতে মেহগনী চারাগাছ বিতরণ করা হয় তাদের উৎসাহিত করতে। এমনটাই অভিনব রক্তদান শিবির করে নিউ বারাকপুর ভাঙাগড়া ক্লাব। রবিবার সকালে নিউবারাকপুরের বহুমুখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাঙাগড়া ক্লাবের সপ্তম বর্ষের রক্তদান শিবিরে উপস্হিত ছিলেন নিউ বারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সুখেন মজুমদার,পুরদলনেতা প্রবীর সাহা,স্হানীয় পৌরমাতা পূর্নিমা রায়,চন্দনা চক্রবর্তী,সমাজকর্মী গৌতম মজুমদার,সমীর মুখার্জী,কবি ও বাচিক শিল্পী মুকুল দেব ঠাকুর,শম্ভুনাথ সাহা,তাপস মিএ,বাদল ভৌমিক সহ বিশিষ্ট জনেরা।
সুখেন মজুমদার বলেন ক্লাবের নামের মধ্যে রয়েছে নতুনত্ব। ভাঙাগড়া নয়। রক্তের বিকল্প হয়না। রক্ত দিতে হয়। আবার গাছ আমাদের প্রকৃত বন্ধু। অক্সিজেন দেয় মানুষের প্রান বাঁচায়। খুব ভালো লাগছে মানুষের প্রান বাঁচাতে একফোঁটা রক্ত ও গাছ তুলে দিচ্ছে এলাকার ঐতিহ্যবাহী সুপরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এলাকার উন্নয়নে ক্লাবের পাশে সবসময় আছি। সংঘের সভাপতি রাজীব ভৌমিক ও সম্পাদক সমর দাস জানান বারাসত জেলা সদর সরকারী ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৯জন মহিলা সহ মোট ৪২জন রক্তদান করেন। এছাড়াও ৭৩তম স্বাধীনতা দিবসের দিন বসেঁ আকোঁ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এদিন। রক্তদান শিবিরে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যনীয়। উল্লেখ্য ৪৭তম বর্ষের দুর্গোৎসবের থিম বিশ্বায়ন বলে জানিয়েছেন উদ্যোক্তরা।