অলোক আচার্য, নিউবারাকপুর :- দুর্গাপুজোর বাকি আর মাএ ৩৩দিন। কলকাতা শহরতলির পাশাপাশি জেলার বিভিন্ন নামীদামী ক্লাব সংগঠন গুলি চরম ব্যস্ত একে অপরকে টেক্কা দিতে। থিম নয় সাবেকিয়ানায় মন্ডপ ও প্রতিমা তৈরীতে চমক দেবে উত্তর ২৪ পরগণা জেলার নিউবারাকপুর কিশোর সংঘ। ১৯৫২সালে স্হাপিত এলাকার ঐতিহ্যবাহী সুপরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কিশোর সংঘ ১৯৯৯সাল থেকে চালু করেছে সার্ব্বজনীন দুর্গোৎসবের। ২১তম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পুজো হল রবিবার দুপুরে। কোনো জাকজমক নয় একদম প্রথা মাফিক পুরোহিত মন্ত্র উচ্চারণে খুঁটিপুজো করে প্যান্ডেল শুরু হল রবিবার দুপুরে। মন্দিরের আদলে কাপড় ও বাটাম দিয়ে মন্ডপের রুপদান করবে নিউ বারাকপুর মা তারা ডেকরেটর্স। চাকদহের মৃৎশিল্পীর সাবেকিয়ানা প্রতিমা থাকবে নতুনত্ব। এস এন ব্যানার্জী রোডে ৬৭বছরের প্রাচীন কিশোর সংঘ সারাবছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি করে থাকে। দুর্গাপুজো কমিটির সম্পাদক অমিতাভ বোস এবং সভাপতি গৌতম মিত্র ও কোষাধ্যক্ষ কাঞ্চন দাসরা জানালেন এবছর কোন থিম নয়,সাবেকিয়ানায় মন্ডপ ও প্রতিমায় থাকবে চমক। এলাকাবাসীকে নিয়ে পুজোর পাঁচদিন থাকবে ভিন্ন স্বাদের সাংস্কৃতিক কর্মসূচি প্রতিযোগিতা।