অলোক আচার্য, নিউবারাকপুর :- শুধু পঠন পাঠন নয়। খেলাধূলা শরীরচর্চার মধ্যে দিয়ে সুস্হ সমাজ গঠনের লক্ষ্যে ছাত্র শিক্ষকদের এক প্রীতি ফুটবল খেলা হল নিউবারাকপুর অগ্রদূত সংঘ ময়দানে। মঙ্গলবার বিকালে নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের ছাএ ও শিক্ষক দের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা হল মঙ্গলবার বিকালে। হালকা বৃষ্টি ভেজা কাদা মাখা মাঠে স্কুল পড়ুয়া ও শিক্ষকদের ফুটবল খেলাকে ঘিরে ছাত্র শিক্ষকদের অভিভাবিকাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখেঁ পড়ার মতো। মৃলত ছাত্র দের ফুটবল খেলায় উৎসাহিত করতে এই প্রীতি ফুটবল খেলার আয়োজন বলে জানিয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক লিটন পাল। শিক্ষকরা ৩-২গোলে ছাত্র দের পরাজিত করেন।

শিক্ষকদের পক্ষে জয়সূচক গোল তিনটি করেন শিক্ষক পঙ্কজ কুমার পাল,দেবদাস মাহাতো এবং প্রসেনজিৎ দাস। ছাত্র দের পক্ষে গোল দুটি করে অষ্টম শ্রেণীর ছাএ প্রদীপ দত্ত এবং দশম শ্রেণীর ময়ূখ দে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড অনিরুদ্ধ বিশ্বাস জানান শুধু পুথিগত বিদ্যাশিক্ষা নয় খেলাধূলার মধ্যে দিয়ে সুস্হ সমাজ গঠনের লক্ষ্যে বিশেষত ফুটবল খেলায় ছাত্র দের শারীরিক ওমানসিক বিকাশে অতীব প্রয়োজন। খেলায় হারজিৎ তো আছেই। ছেলেরাও বৃষ্টি ভেজা কাদা মাখা মাঠে ভালো খেলেছে। চেষ্টা করেছে গোল পরিশোধের। ছাত্র দের উৎসাহিত করতেই এই প্রীতি ফুটবল খেলার আয়োজন। বাঙালির প্রিয় খেলা ফুটবলের জনপ্রিয়তাকে ধরে রাখতে বিদ্যালয় সচেষ্ট। খেলা পরিচালনায় ছিলেন রেফারি প্রলয় সরকার।