অলোক আচার্য, নিউবারাকপুর :- “নবারুণ”- নতুন সূর্য। নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের দেওয়াল পত্রিকার ত্রয়োদশ শারদীয়া সংখ্যা প্রকাশিত হল সোমবার সকালে। বিদ্যালয়ের ছাএরা লিখেছে কবিতা, প্রতিবেদন, দুর্গার ছবি একেছে। রয়েছে কুইজ। দেওয়াল পত্রিকার প্রচ্ছদ অলঙ্করণ বেশ সুন্দর। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাএ অনিরুদ্ধ আচার্যের প্রতিবেদন স্কুলে বেতনের বদলে নেওয়া হয় প্লাস্টিক লেখনী বেশ সুন্দর। সার্বিক চ্যাটার্জির কবিতা শরৎরানী ও মর্মস্পর্শী। দেওয়াল পত্রিকার দায়িত্বে বিদ্যালয়ের শিক্ষক প্রসূন মুখোপাধ্যায় বলেন নবারুণ বছরে তিনটি সংখ্যা প্রকাশিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে,বৈশাখী সংখ্যা এবং পুজা সংখ্যায়। দেবী দুর্গার ছবি একেছেন বিদ্যালয়ের ছাএ মিত্রম সরকার,রাজু বিশ্বাস ও অর্নব বিশ্বাস।রং বেরঙের তুলিতে দুর্গার অপরুপ চিত্র ফুটিয়ে তুলেছেন পড়ুয়ারা। জানা অজানা ভিন্ন কুইজ প্রশ্নোত্তর বেশ চমৎকার ভাবে পরিবেশন করেছে ছাত্ররা। অনুপ্রেরণায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড অনিরুদ্ধ বিশ্বাস। প্রধান শিক্ষক বলেন শিক্ষনীয় এই দেওয়াল পত্রিকায় ছাত্রদের লেখনী বেশ ভাল হয়েছে। তাদের প্রতিভা আরও বিকাশিত হবে। শ্রীবৃদ্ধি কামনা করি পড়ুয়াদের।