অলোক আচার্য, নিউবারাকপুর :- ভারতীয় রসায়নের জনক দার্শনিক মহাপ্রাণ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৮ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয় নিউবারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ে শুক্রবার সকালে। মহাবিদ্যালয়ের প্রবেশদ্বারে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্বার্ঘ জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শক্তিব্রত ভৌমিক। এছাড়াও এদিন কলেজের শিক্ষার্থীরা ও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগন ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্বা জানান। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামাঙ্কিত কলেজের দীর্ঘ চলার পথে বিজ্ঞানী রসায়নবিদের শিক্ষাজীবনের বিভিন্ন দিক তুলে সংক্ষিপ্ত আলোচনা করেন অধ্যক্ষ। কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা উপস্হিত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৮ তম জন্মজয়ন্তী শ্রদ্বাজ্ঞলি অনুষ্ঠানে।