অলোক আচার্য, নিউ বারাকপুর :- ঘরের পিছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙ্গে চার ভড়ি সোনার গহনা (হার, চুড়ি, আংটি) একটি দামী টাইটন ঘড়ি ও নগদ ১৫ হাজার টাকা চুরি করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে নিউ বারাকপুর থানার পৌরসভার ৪নং ওয়ার্ডের মেইন রোড ওয়েস্ট অফিস ব্লক অঞ্চলে। নিউ বারাকপুর ডা:বি সি রায় জেনারেল হাসপাতালে ও মাতৃসদনের প্রধান গেটের বিপরীত গলির শেষ প্রান্তে নোয়াই খালের পাড়ে বাড়ির অবস্থান। শিক্ষক নিতুন বিশ্বাসের বাড়িতে।
নিউ বারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের শিক্ষক নিতুন বিশ্বাসের অভিযোগ, সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়ে বিদ্যালয়ে যাই।বাড়িতে কেউ ছিলনা। বাবা মা স্ত্রী সন্তান সকলেই বনগাঁও গোপালনগর দেশের আদিবাড়ীতে থাকেন। সন্ধ্যায় বাড়ির সামনের গেট খুলে ভিতরে ঢুকে দেখতে পাই কে বা কারা ঘরের পিছনের দরজা ভেঙ্গে সোনার গহনা, নগদ টাকা ও দামী হাতঘড়ি চুরি করে নেয়। ভর দুপুরে এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন শিক্ষক নিতুন বিশ্বাস বলে জানিয়েছেন পুলিশকে। স্থানীয় নিউবারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সরজমিনে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, এফআইআর হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হবে অবশ্যই।