অলোক আচার্য, নিউ বারাকপুর :- কাশ্মীর ইস্যুতে সারা দেশ জুড়ে যখন উল্লাস বিজেপি কর্মী সমর্থকদের, ঠিক তখনই মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির নিউ বারাকপুর মন্ডল শ্যামাপ্রসাদের ছবি বেলুন দলীয় কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে আচমকা একটি পদযাত্রা বের করে। আশুতোষ মুখাজ্জী রোড থেকে। কিছুটা মিছিল শুরু হতেই স্টেশের সামনে নিউ বারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরার তৎপরতায় পুলিশ বাহিনী গিয়ে পদযাত্রা বন্ধ করে দেয়। পুলিশ জানিয়েছে পুলিশের অনুমতি ছাড়া এলাকায় কোন মিটিং মিছিল করা যাবে না।এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। প্রশাসনকে না জানিয়ে মিছিল মিটিং করছেন এর জন্য অবৈধ পদযাত্রা বন্ধ করছে পুলিশ প্রশাসন। জানাল পুলিশ।