অলোক আচার্য, নিউবারাকপুর :- গ্রীষ্মকালীন রক্তসংকট মোচনে ও সামাজিক দায়বদ্ধতা পালনে মুমুর্ষ মানুষের সেবায় এগিয়ে এসে রবিবার সকালে স্বেচ্ছায় রক্তদান শিবির করল নিউ বারাকপুরের বহুমুখী সামাজিক ও সেবামূলক সংগঠন জাগৃতি সংঘ। ১৮ তম বর্ষের রক্তদান শিবিরের উদ্বোধন করেন অতীত দিনের দিকপাল ফুটবলার ও সংস্হার কর্নধার পার্থ সারথী বসু। সংঘের মহিলা সদস্যাদের আন্তরিকতা ও স্বত়ঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি উৎসবের চেহারা নেয়। রক্তদাতাদের উৎসাহিত করতে এলাকার বহু বিশিষ্ট গুনিজন ও অতীত দিনের দিকপাল খেলোয়াড়রা সমাজকর্মীরা উপস্হিত ছিলেন। উপস্হিত ছিলেন নিউ বারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান মৃণালেন্দু বন্দোপাধ্যায়, স্হানীয় পৌরপিতা সৌমিত্র মজুমদার, নিউ বারাকপুর পুরসভার পুরদলনেতা প্রবীর সাহা প্রমুখ।
মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায শিবিরে ৮জন মহিলা সহ মোট ৭৮জন স্বেচ্ছায় রক্তদান করেন। একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি দিবেন্দ্যু নারায়ণ বিশ্বাস ও সম্পাদক গৌতম বিশ্বাস। উল্লেখ্য সংগঠন সারা বছর বিভিন্ন সামাজিক সেবা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে।