অলোক আচার্য, নিউবারাকপুর :- নিউবারাকপুর পুরাতন বাজারের নবনির্মিত সুসজ্জিত অত্যাধুনিক মাছ,সবজী ও ফল-ফুলের বাজারের শুভ দ্বারোদ্ঘাটন করলেন সাংসদ অধ্যাপক সৌগত রায়। রবিবার সকালে উদ্বোধক সৌগত রায় বলেন সবাই মিলে চেষ্টা করেছি উন্নয়ন করবার। তারই উজ্বল দৃষ্টান্ত নবনির্মিত ফুল ফল মাছ ও সবজী বাজার। সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছেন স্হানীয় পৌরপিতা সৌমিত্র মজুমদার ও নবরুপকার সুখেন মজুমদার নতুন রুপে সংস্করণ করবার। সাংসদ তহবিল,পৌরসভা ও ব্যবসায়ীদের আর্থীক আনুকূল্যে সুসস্পন্ন করা হয়েছে ১২১ টি দোকান। উন্নয়নের সঙ্গে রাজনীতির যোগ নেই। কিছু করে না দেখাতে পারলেও ভোটের সময় হাওয়ায় বক্তব্য রাখলে হবে না। মানুষের জন্য উন্নয়নমুখী কাজ করতে চাই। খুব আনন্দিত এলাকার উন্নয়নমুখী মানুষেরা খুশি। কর্কেটের টিন দিয়ে আচ্ছাদন উপরে শেড ব্যবসায়ীদের সুন্দর বসবাসের ব্যবস্হা কমন রুম। বৃষ্টির সময় জল পরবেনা মানুষকে ভিজতে হবেনা বাজারটি কংক্রীটের বাধানো। জলকাদায় প্যাচপ্যাচ করবে না। পুরো পুরাতন বাজারটি সুন্দরভাবে মানুষের ব্যবহারের উপযোগীকরে তোলা হয়েছে। আমি আনন্দিত ব্যবসায়ীদের ও ক্রেতাদের নিরাপত্তায় পুরো বাজারটি সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। পাশে রয়েছে থানা। সাংসদ বলেন আমি পুনরায় নির্বাচিত হয়েছি আরো যদি উন্নয়নের কোন কাজে লাগি বেশি আনন্দিত হব। আগেই এলাকার মানুষের জন্য পরিস্রুত পানীয়জলের সুব্যবস্থা করে দিয়েছি। ধর্মের কথা বলে ভোট চাইনা। স্হানীয় কালি মন্দির চত্বরে ব্যবসায়ীদের বসবার ব্যবহারের উপযোগীকরে তোলা হয়েছে এবং মাসুন্দা বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তায় সংস্করণ করে উপরে শেড নির্মান করে দেওয়া হয়। সাংসদ তহবিল থেকে ২০লক্ষ স্হানীয় পৌরসভা ৪০লক্ষ এবং ব্যবসায়ীদের অর্থানুকূল্যে মাছ সবজী ও ফুল্-ফলের বাজারের নির্মান সুসস্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অপু পাল। মহতী অনাড়ম্বর দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান তৃপ্তি মজুমদার,স্হানীয় পৌরপিতা সৌমিত্র মজুমদার,পুরদলনেতা প্রবীর সাহা,কো-অপারেটিভ হোমস্‌ চেয়ারম্যান নির্মল বোস,সচিব শীতাংশু শেখর গুহ,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পশুপতি সেন,সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন ও ব্যবসায়ীগণ।স্হানীয় পৌরপিতা সৌমিত্র মজুমদার বলেন জনপ্রতিনিধি হিসাবে এলাকার উন্নয়নে মানুষকে সঙ্গে করে নিয়ে কাজ করে চলেছি। ব্যাবসায়ীদের স্বার্থে তাদের বসবাসের উপযোগীকরে আচ্ছাদন করে দেওয়া হয়েছে।আজ মাছ সবজী ফুল-ফল ব্যবসায়ীদের নবনির্মিত দোকানের দ্বারোদ্ঘাটন করা হল সাংসদ অধ্যাপক সৌগত রায়ের হাত দিয়ে। স্হানীয় পৌরসভা ও সাংসদ তহবিলের এবং ব্যবসায়ীদের অর্থানুকূল্যে দোকানগুলির কাজ সুসস্পন্ন করা হয়েছে। বাজারের উন্নয়নে সবসময় পাশে ছিলাম আছি থাকব। বিগত বাম জামানার ভগ্নদশা বাজারের আমূল পরিবর্তন ও সংস্করণ করে নবরুপে সুন্দরভাবে সুসজ্জিত অত্যাধুনিক করে দিয়েছে স্হানীয় পৌরসভা।বাজারের রাস্তাঘাট ড্রেনেজ এর আমূল পরিবর্তন করা হয়েছে। সৌহার্দ্য পরিবেশ পরিস্কার পরিচ্ছন্নতা সকলের নজর কেড়েছে। সাংসদ ফিতে কেটে ফলকের উন্মোচন করের নবনির্মিত সুসজ্জিত অত্যাধুনিক মাছ সবজী ফুল ও ফলের বাজারের।