নিজস্ব সংবাদদাতা :- গতকাল রাতে নিউটাউনের ইস্ট ইনক্লাভের পাঁচ তলা থেকে ঝাঁপ মারে এক ছাত্রী। নাম রুদ্রানী চক্রবর্তী (১৬)। নিউটাউনের ডিপিএস স্কুলের ক্লাস ১০এর ছাত্রী। বাবার সাথে মায়ের বিবাহ বিচ্ছেদের পর মায়ের সাথে থাকতো রুদ্রানী এবং তার দিদি। ঠাকুমার অভিযোগ, গতকাল সন্ধে থেকে বাবা তার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে কথা বলতে দেয়নি তার মা। মা দীর্ঘদিন মারধর ও অত্যাচার করতো মেয়ের উপর। মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে রুদ্রানী বলে ঠাকুমার অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

*নিউটাউনের ঘটনায় ছাত্রী রুদ্রানীর ঠাকুমার কি বললেন, শুনুন তাহলে*