সংবাদদাতা ,পূর্ব বর্ধমান :- নাবালিকাকে শারীরিকভাবে অত্যাচারের অভিযোগ উঠলো বিজেপি সমর্থকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানা সুকান্ত পল্লী এলাকায়। নির্যাতিতা নাবালিকার মা জানান, শুক্রবার বিজেপির বিজয় মিছিল বের হয়েছিল এলাকায়। সেখানেই গিয়ে ছিল অভিযুক্ত বিশ্বজিৎ দাস ওরফে (বরি)। মিছিল থেকে ফিরে আসার পর তার মেয়েকে দরজা বন্ধ করে আটক করে রাখে। এবং যৌনাঙ্গে হাত ঢুকিয়ে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনা শুক্রবার বিকালের, শুক্রবার সকাল ১১ সময় বিজেপির বিজয় মিছিল বার হয় এলাকায়। সেই মিছিলে গিয়েছিল অভিযুক্ত বিশ্বজিৎ। সেখান থেকে ফিরে এসে ওই নাবালিকাকে আমের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে আসে অভিযুক্ত এমনই জানিয়েছেন নাবালিকার মা। তিনি আরও বলেন, বিজেপির মিছিলে গিয়ে মদ খেয়ে এসে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নোংরামি করেছে। অভিযুক্তর বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছেন নির্যাতিতা না বালিকার মা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ নির্যাতিতা কে মেডিকেল পরীক্ষার জন্য দুর্গাপুরে নিয়ে যায়।