অলোক আচার্য, নব বারাকপুরঃ- ৩১ অক্টোবর রবিবার বিকেলে নববারাকপুর পশ্চিম কোদালিয়া রাণী রাসমণি রোডে অনন্ত কুটী থেকে প্রকাশিত হল বনলতা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকার চতুর্থ বর্ষের চতুর্থ সংখ্যা। সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন লেখক হরিদাস বালা ও সাহিত্যনুরাগী ব্যোমকেশ মজুমদার। শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্নেহলতা বালা, বন্দনা চক্রবর্তী ও পত্রিকা সম্পাদিকা বনানী চক্রবর্ত্তী।

সম্পাদিকা স্বাগত ভাষণের পর মঙ্গলদ্বীপ প্রজ্বলন করেন দুই উদ্ধোধক দ্বয়। অতিথি দ্বয়কে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সন্মানিত করেন পত্রিকা সম্পাদিকা।সম্পাদকীয় তে বনানী দেবী বনলতার সকল পাঠক, লেখক, কবি, দের শুভ শারদীয়া এবং দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। উল্লেখ্য ৬৪ পাতার বইতে রয়েছে নামীদামী উদিয়মান এবং খ্যাতনামা লেখক লেখিকাদের কবিতা প্রবন্ধ ।প্রচ্ছদ মায়ের অপরুপ মুখশ্রী অন্য মাত্রা এনে দিয়েছে।