অলোক আচার্য, নববারাকপুরঃ- নববারাকপুর পুরসভার উদ্যোগে মঙ্গলবার বিকেলে পুরসভার ১৩নং ওয়ার্ড কমিটির কার্যালয়ে হল বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানাবিধ পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা ও পরামর্শ দেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ তীর্থঙ্কর সরকার। উপস্থিত ছিলেন পুরসভার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর নীতা দে সহ স্বাস্থ্য কর্মীরা এবং ওয়ার্ডের কর্মীগণ।

কাউন্সিলর নীতা দে জানান, নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার ঐকান্তিক উদ্যোগে সাধারণ মানুষের সুস্বাস্থ্য সুরক্ষায় ও স্বাস্থ্য সচেতনতায় প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। তারই অঙ্গ হিসেবে পুরসভার ১৩নং ওয়ার্ডে নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিলি করা হয় এদিন। এলাকায় বহু মানুষ উপকৃত হয়েছেন এর ফলে।

বিশেষত আর্থিক দিক দিয়ে দুর্বল অসহায় মানুষেরা ডাক্তার দেখিয়ে তার সুপরামর্শ এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ পেয়ে ভীষণ ভাবে উপকৃত হবেন বলে আশাবাদী। এদিন প্রায় চল্লিশ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিষেবা পান। বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত চলে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির।