অলোক আচার্য, নববারাকপুরঃ- করোনা অতিমারি আবহে বিগত দুবছর এলাকায় কোনো সামাজিক বা সেবা মূলক কর্মসূচি পালন করতে পারেনি। এলাকার বহুমুখী সামাজিক সংগঠন। সারা বছর বিভিন্ন জনসেবামূলক ও সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবা দিয়ে চলেছে নববারাকপুর পুরসভার ২০নং ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া নবোদয় সাংস্কৃতিক সংঘ। রবিবার গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে সামাজিক দায়বদ্ধতা পালনে রক্তদান ও তৎসহ ছোট ছেলে মেয়েদের শিক্ষণ সামগ্রী বিলি করল নবোদয় সাংস্কৃতিক সংঘের সদস্যরা।

সেবা মূলক অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের এবং কচিকাচাদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস, লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, সমাজসেবী তপন দাস, স্থানীয় কাউন্সিলর মনোজ সরকার, আরতি দাস মল্লিক, প্রাক্তন পুরপিতা ও সংঘের প্রাক্তন সভাপতি অশোক কুমার মিত্র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ও সংঘের বরিষ্ঠ নবীন সদস্যরা।

সংঘের প্রাক্তন সভাপতি অশোক কুমার মিত্র জানান, এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৪৫ জন রক্তদান করেন এবং এলাকার অসহায় পড়ুয়াদের পুস্তক ও শিক্ষণ সামগ্রী বিলি করা হয় এদিন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত নৃত্য আবৃত্তি পরিবেশন করে দর্শক শ্রোতাদের সকলের মন জয় করেন। সংঘের মহিলা সদস্যদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো এদিন।