সংবাদদাতা, নদিয়া :- নবদ্বীপ শহর উত্তর মন্ডলের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী ভগীরথ ঘোষকে তৃণমূলের গুন্ডা বাহিনী গতকাল রাতে নির্মমভাবে কোপায় বলে অভিযোগ উঠে । জানা গিয়েছে, বিজেপির শরীরে ছয়টা টাঙি দিয়ে কোপ মারে তৃণমূলের দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, নবদ্বীপ ৪নং ওয়ার্ডের বুথ সভাপতি ত্রিনাথ ঘোষ, এছাড়া সূর্য ঘোষ গাঁজা ব্যবসায়ী, ঝন্টু ঘোষ এলাকার মাস্তান, গৌতম ঘোষ এলাকায় মস্তানি করে, পরীক্ষিৎ ঘোষ পুরনো মার্ডার কেসের আসামি।
এরা সকলে মিলে প্রাণে মারার উদ্দেশ্য গর্দান লক্ষ্য করে কোপ চালায় এবং সারা শরীরে ছটা কোপ মারে। ত্রিনাথ ঘোষের বাড়িতে বসে প্ল্যান করাহয়। নবদ্বীপ পৌরসভা চেয়ারম্যান বিমান সাহার নেতৃত্বে বিজেপির দমনের উদ্দেশ্যে কাজটা করে। যদিও স্থানীয় তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

এদিকে সারা শরীরে ৪০টার উপরে সেলাই পরে। প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে তারপর তাকে স্থানান্তরিত করে শক্তিনগর হাসপাতালে। সে সেখানেই চিকিৎসাধীন।