সানওয়ার হোসেন, কলকাতা :- আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের নজরুল প্রেক্ষাগৃহে ১৬তম ঈদ সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশিত হল। কোরআন শরীফ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। সভাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিখ্যাত সাহিত্যিক নলিনী বেরা, ডক্টর সুরঞ্জন মিদ্দে, মিরাতুন নাহার, বিধায়ক ইদ্রিস আলী এবং অন্যান্য বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক কবি এবং অধ্যাপক অধ্যাপিকা গণ। গতির ১৬তম ঈদ সংখ্যা উদ্বোধন করেন সাহিত্যিক নলিনী বেরা।

এই অনুষ্ঠানে নতুন গতির পক্ষ থেকে নজরুল স্মারক সম্মান পেলেন ডক্টর সা’অাদুল ইসলাম (নজরুল সাহিত্যে দেশকাল গ্রন্থের জন্য), এবং বিশেষ সংবর্ধিত হলেন কবি আবু রায়হান এবং শেখ হাসান ইমাম।

নতুন গতির সম্পাদক এমদাদুল হক নুর জানান, সৃজনশীল প্রকাশে সমস্ত ধর্ম সম্প্রদায় কে একত্রিত করে ধর্ম নিরপেক্ষ ভাবে কাজ করে জীবন অতিবাহিত করার প্রয়াস হল আমাদের এই গতি পরিবারের, সমাজের গণতন্ত্র রক্ষায় এবং ধর্মনিরপেক্ষ তাই আমাদের প্রচেষ্টা।
এদিনের অনুষ্ঠানে একঝাঁক অধ্যাপক, সমালোচক, গবেষক, কবি, সাংবাদিক ও সম্পাদকদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠেছিল আলোকময়।