প্রবীর মন্ডল, পূর্ব বর্ধমান :- ব্লাইন্ড পারসস্ন এসোসিয়েশন পরিচালিত নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কলেজের প্রাক্তন অধ্যাপিকা ঝর্ণা বর্মন, এই নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডক্টর অশোক মজুমদার ও এই স্কুলের সম্পাদক নারায়ণ গাঙ্গুলী সকলেই উপস্থিত ছিলেন এইখানে।সকল ছাত্র ছাত্রীরা মিলে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেখানে গান, কবিতা,শরৎচন্দ্রের মহেশ নাটক অনুষ্ঠিত হয় শ্রুতি নাটক হিসাবে। নিবেদিতা মহিলা সংগঠনের তরফ থেকে এই স্কুলের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অনন্ত তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।