নিজস্ব সংবাদদাতা :- প্রশাসনের উদাসীনতায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস ও তৃণমূলের কর্মীদের আক্রমণের অভিযোগ এনে তার প্রতিবাদে বনগাঁ শহর তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার মিছিল করে বনগাঁ থানায় ডেপুটেশন দেওয়া হয়। আজ বেলা একটা নাগাদ বনগাঁ বাটার মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মতিগঞ্জ এলাকা ঘুরে বনগাঁ থানায় ডেপুটেশন দেয় তারা। বনগাঁ পুরসভার পুরপ্রধান শংকর আঢ্য বলেন,”তাদের এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করা হয়েছে । বিজেপি বাহিনী সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে৷ বাজার জুড়ে বেআইনি টোটো চলছে। তার বিরুদ্ধেই এ ডেপুটেশন।