চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- উপজেলা পরিষদের বাউন্ডারির ভেতরে পাবলিক লাইব্রেরির বারান্দা থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের (৬৫) রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি একজন ভিক্ষুক ছিলেন বলে স্থানীয়রা জানায়।
জানা গেছে, উপজেলা পরিষদের বাউন্ডারির ভেতরে পাবলিক লাইব্রেরির বারান্দায় ওই দ্ধ প্রায় মাসখানেক ধরে রাতযাপন করে আসছিলেন। রোববার সকালে তার বিশ্রামের স্থানে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।