চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি(পবিস) উদ্যোগে ধামরাইয়ে প্রি-প্রেইড মিটার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ আগষ্ট) ধামরাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রি-প্রেইড মিটার উদ্বোধন করা হয়।
ঢাকা পল্লী বিদ্যুৎ-৩ সমিতি বোর্ডের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ধামরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ বলেন, গুজবে কান দিবেন না, এর আগে অনেক গুজব উঠেছে, তার কোন সত্যতা পাওয়া যায়নি, এখন আবার নতুন গুজব উঠেছে, প্রি-প্রেইড মিটারে হয়রানী বাড়বে এটি মিথ্যা! প্রি-প্রেইড মিটার মানুষকে আধুনিক করে তুলবে, গাহক হয়রানি কমে যাবে। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রি-প্রেইড মিটারের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন , প্রি-প্রেইড মিটার প্রকল্প পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, ধামরাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডিজিএম, খালিদ মোহাম্মদ সালাউদ্দিন।