সানওয়ার হোসেন :- আজ রাস্তায় ঘুরে বেড়ানো মানুষ টা যে কাল মানুষের চোখে চোখে ঘুরে বেড়াবেন না তার গ্যারান্টি কে দিতে পারেন। আজ যার খাবার জোটেনা কাল সে অন্যের খিদে মিটিয়ে ফেলতে পারেন, আজ যার বেঁচে থাকার কারন নেই কাল হয়ত সেই‌ই অন্যকে বাঁচিয়ে রাখার কারন হতে পারেন।

এটাতে সত্যিই অবাক হ‌ওয়ার কিছু নেই, এটা আরো আগেই হতে পারতো কিন্তু মানুষ সচেতন ছিলেন না, মানুষের প্রতি মানুষের এত আগ্রহ ছিল না, কারোর ভালো করার আগে মানুষ শুধু সাত পাঁচ চিন্তা করতো, সবকিছু প্রাকৃতিক বলে এড়িয়ে যেত, হচ্ছে হবে করে পিছিয়ে যেত, সত্য প্রকাশে ভয় পেতো, কিন্তু আজ সবকিছুর পরিবর্তন হচ্ছে।

মানুষ বদলাচ্ছে, তাই আজ রানাঘাট থেকে উঠে আসা বৃদ্ধা সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন, এখন তারকা হিসাবে মানুষ রানু কেও চিনবে, আজ পর্যন্ত কেউ যার দিকে ফিরেও তাকাতোনা, পরিশ্রমী দুটি চোখে ঘুম নামলে যার শোবার জায়গা ছিলনা, কেউ কখনো খুধার্ত রানুর মুখে খাবার তুলে দেয়নি, পয়সা ছিলনা বলে কেউ কখনো তাদের সাথে ঘুরতে নিয়ে যায়নি আজ সোশাল মিডিয়ার দৌলোতে সেই রানু সেলেব্রিটি।

সত্যিই ভীষন ভালো লাগলো এই ছবিটা দেখে, আমাদের এই ভাঙাচোরা পৃথিবীতে।