সানওয়ার হোসেন, মথুরাপুর :- দেশের অবস্থা ভালো নয়। দ্বিতীয় বার মোদি সরকার আসার পর অর্থনৈতিক আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৬তম রাজ্য সম্মেলনে এসে এমন কথাই বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন শিক্ষকদের উদ্দেশ্যে মানিকবাবু বলেন উপযুক্ত শিক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের এবং নিজের সন্তান মনে করতে হবে তাদেরকে । আমাদের দেশে প্রাথমিক শিক্ষার অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সুজন চক্রবর্তী বলেন, গণতন্ত্রকে কণ্ঠরোধ করে শিক্ষক সমাজকে নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার।
এই রাজ্য সম্মেলন উদ্বোধক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হরপ্রসাদ সমাদ্দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা। তিন দিনের এই সমাবেশে বৃক্ষরোপণ করে শুভ উদ্বোধন হয় আজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ সুজন চক্রবর্তী শিক্ষাবিদ, কান্তি গাঙ্গুলি সভাপতি অভ্যর্থনা কমিটির, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অভিজিৎ মুখার্জি, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি প্রমুখ। উপস্থিত শিক্ষক শিক্ষিকারা এই সম্মেলনে যথেষ্ট উৎসাহিত।