নিজস্ব সংবাদদাতা :- নিমতায় দেবাঞ্জনের খুনের ঘটনায় প্রেমিকাকে রাতভোর জিজ্ঞাসাবাদ, জেরায় চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারী পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকাকে রাতভোর জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাশাখা ও নিমতা থানার পুলিশ। জেরায় চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারী পুলিশের হাতে। পুলিশ জানতে পেরেছে সেই রাতে দেবাঞ্জনের সঙ্গেই ছিল তৃষা। সে ইনস্টাগ্রামে নিজের লোকেশন জানিয়ে দিচ্ছিল। ফলে ঘটনার দিন দেবাঞ্জন কোথায় রয়েছে তা সহজ ভাবেই বুঝে যায় দুষ্কৃতীরা। খুনে ব্যবহার করা হয়েছিল সুপারি কিলারদের। খুনের পরিকল্পনা ও বাস্তবায়নে কমপক্ষে ১৫ জন ছিল। খুব কাছ থেকে দেশি পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করা হয়েছিল। ৭ এম এম গুলি ব্যবহার করা হয়েছিল খুনে। খুনের সময় ভিড়ে মিশে ছিল কয়েকজন আততায়ী।
এদিন যেই গাড়ি থেকে দেবাঞ্জনের রক্তাক্ত দেহ পাওয়া যায় সেই গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হয়। কত দূর থেকে বুলেট ছোড়া হয়। কিভাবে দুর্ঘটনা সাজানো হয় তা পরীক্ষা করে দেখে ফরেনসিক বিশেষজ্ঞরা। ফরেনসিক দলের তদন্তেও খুনের ইঙ্গিত পরিষ্কার। এদিন এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত প্রিন্স সিং পলাতক। তাকে ধরতে গতকাল জায়গায় জায়গায় তল্লাশী চালানো হয়।