সংবাদদাতা, দেগঙ্গা :- দেগঙ্গার ঝিকুড়িয়ায় একটি পানা পুকুর থেকে বছর বিয়াল্লিশের অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে দেগঙ্গার থানার পুলিশ। দেগঙ্গা থানার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুড়িয়ায় রাস্তার পাশে পানা পুকুরের মধ্যে বছর বিয়াল্লিশের অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষ। তারা পুলিশ কে খবর দেয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করে। বেশ কিছু মদের বোতল ও পাওয়া যায় ঘটনাস্থলে । এলাকার মানুষের অনুমান রাতে একাধিক ব্যক্তি মদ্যপান করে। ওই ব্যক্তিকে গলায় গামছা ফাঁস দিয়ে মারা হয়েছে শরীরের একাধিক জায়গায় ছোট ছোট ক্ষত রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে।