সংবাদদাতা, বসিরহাট :- দেগঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃত দুই যুবকের নাম আরিফুল ইসলাম মন্ডল (১৯) ইউসুফ আলী (২০)। বাড়ি রাজার হাট থানার নবাবপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দেগঙ্গা থানার অন্তর্গত বিশ্বনাথপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মারুতি ভ্যানে চেপে ওই চার যুবক দ্রুত গতিতে বসিরহাট থেকে বারাসাতের দিকে আসছিল। হঠাৎ রাস্তার ধারে থাকা নির্মীয়মান পিলারের সাথে মারুতি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলে মারুতি গাড়ি উল্টে যায়। এরপরে স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ! সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করে। বাকি দুজনকে চিকিৎসার জন্য স্থান্তরিত করা হয় বারাসাত জেলা হাসপাতালে। পুলিশ জানিয়েছে গাড়িটিকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।