সংবাদদাতা, নৈহাটি :- দেওয়াল লেখাকে কেন্দ্র করে নৈহাটির পাওয়ার হাউস মোড়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতির অবনতি হতেই ঘটনাস্থলে আসে পুলিশ। দুই দলের মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপি সমর্থকদের কথায়,অনুমতি নিয়ে তবেই তারা দেওয়াল লিখেছেন। এদিকে ,নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি  তথা পুরপ্রধান অশোক চ্যাটার্জি বক্তব্য, ওই দেওয়াল লেখার অনুমতি বাড়িওয়ালা দেননি। ওটা আমাদের দেওয়াল ছিল। অনুমতি  ছাড়াই বিজেপি দেওয়াল লিখেছে।  অবশেষে বাড়ির মালিক দুই দলকেই দেওয়াল লিখতে বারন করেছে। আসলে ওই বাড়িটা দখল করার চেষ্টা চলছে।