সুজয় মন্ডল, বসিরহাট :- বসিরহাট লোকসভার অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভার স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর স্যান্ডেল বিলের ১১৫ নম্বর বুথে ভোটার রেজিস্টার খাতায় নথিভূক্ত ভোটের থেকে ইভিএম মেশিনে আরো ৫০ টি ভোট বেশী দেখা গেলো । ভোট যন্ত্রের সাথে ভোটের রেজিস্টারকৃত খাতায় ভোট সংখ্যা না মেলায় এই বুথের মধ্যে প্রবল হই হট্টগোল শুরু হয়। এই খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উর্দ্ধতন নির্বাচন আধিকারিকরা পৌঁছান । তারা জানতে পারেন প্রকৃত ভোট শুরু হওয়ার পূর্বে যে ৫০ টি মক পোল হয়েছিল তা মেশিন থেকে মুছা হয়নি যে কারণে এই ৫০ টি ভোট মেশিনে বাড়তি দেখা যায়। ওই বুথের মেম্বার মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, প্রিসাইডিং অফিসারের অসতর্কতার কারণে এই ঘটনাটি ঘটে। অবশেষে এই সমস্যার সমাধানের জন্য প্রিসাইডিং অফিসার ওই ৫০ টি ভোট বাদ দিয়ে গণনা করার আশ্বাস দিলে অবশেষে পরিস্থিতি শান্ত হয়। তবে প্রশ্ন ওঠে কোনো পোলিং এজেন্ট কি সে সময়ে উপস্থিত ছিল না ? আর যদি পোলিং এজেন্ট থাকে তবে তাদের অলক্ষ্যে কিভাবে এরূপ ঘটনা ঘটলো। এইদিকে হাড়োয়া থানার ১৫ নম্বর বুথে পুলিশের পোশাক পড়ে ছাপ্পা দিতে গিয়ে গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেলেন বাবুর আলী শেখ নামে এক ব্যক্তি।
এছাড়াও মিনাখাঁ কিছু কিছু বুথে, নানান রকম অভিযোগ তোলেন এলাকাবাসীরা কোথাও ছাপা কোথাও হুমকি কোথাও মারধর। এবং সন্দেশখালি ও বিক্ষিপ্ত ঘটনার কথা ও সোনাগাছি। হাসনাবাদ ব্লকের কিছু কিছু জায়গায় ভোটারদের বাধা দিয়েছেন শাসক দলের কর্মীরা এমনও অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীদের পক্ষ থেকে। বসিরহাট ভ্যাবলা স্টেশন এর কাছে আর এন মুখার্জি রোড পাশেই বিজেপি বুথ ক্যাম্প অফিস ভাঙচুর করেছেন টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা।