সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের কাদারোডে নিষিদ্ধ পল্লী এলাকার দূর্বার সমিতির এলাকায় বাচ্চাদের শিক্ষিত করে তোলবার জন্য দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের দ্বারে গিয়েছিল। গত কয়েকদিন আগে দুর্বার সমিতির সদস্যরা বিধায়কের কাছে একটি কম্পিউটার চেয়েছিলেন। তাদের অনুরোধের কথাশুনে একটি কম্পিউটার তুলে দিলেন কাদারোডের দুর্বার সমিতির হাতে। বিধায়ক বিশ্বনাথ পরিয়াল জানান দুর্বার সমিতি এমন একটা জিনিস চেয়েছে যাতে করে বাচ্চারা এই স্মার্ট যুগে স্মার্ট হতে পারবে। তার সাথে সাথে সমাজকেও চিনতে পারবে। বিধায়ক জানান, আমি আমার বন্ধুর সহযোগিতায় একটি কম্পিউটার তুলে দিলাম। পরবর্তীকালে আরো চেষ্টা করবো। বিশ্বনাথ পরিয়াল আরও জানান, দুর্বার সমিতির হাতে কম্পিউটার তুলে দিয়ে খুব ভালো লাগলো। আমরা সবসময় মানুষের পাশে আছি।