সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় বাড়ির ছাদ আচমকা ধসে ভেঙে পড়ে।ধসে যাওয়ার বাড়ির নিচে একটি ট্রেলারের দোকান রয়েছে । সোমবার সকালে এলাকার মানুষ জানান, এই বাড়িটি বহুদিন ধরে কোনোরকম মেরামতি হয় নি। যার ফলে ভেঙে পড়েছে।

দুর্গাপূজার অর্ডারের জামাকাপড় সব ঢাকা পড়ে যায় ধসে যাওয়া বাড়ির নিচে। বাড়ি ভেঙে দুইজন গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা স্টেশন বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।