প্রবীর মণ্ডল, পূর্ব বর্ধমান :- বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী আভাস রায়চৌধুরী সমর্থনে স্থানীয় সিপিআই(এম) কর্মীরা এক সভা করলেন গাংপুর স্বস্তিপল্লীর বারোয়ারি তোলায়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কমরেডরা। বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয় এই সভা আর সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে সভা। এক কর্মী জানান, বিজেপি সরকার আসার ফলে বেকারত্ব আরও বেড়েছে তারা জানিয়েছিল যে বেকারত্ব আর থাকবে না, কিন্তু তার বিপরীত হয়। আবার তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী বললেন চপ ভাজতে শিল্প করতে কিন্তু চপ ভাজলে শিল্প হবে। এছাড়া তিনি আরও জানান, বিরোধী দলগুলো সবই শিল্প বিরোধী, শ্রমিক বিরোধী যদি কোন ভাবে তারা ক্ষমতায় চলে আসে। তাহলে কয়লা খনি সম্পূর্ণ বেসরকারি হাতে তুলে দেবে। চিত্তরঞ্জন কারখানা বন্ধ করে দেবে। দেশের সমস্ত শিল্প বিক্রি করে দেবে। একমাত্র বামপন্থীদের লাল ঝান্ডা ওদের পরাজিত করতে পারে। তাদের সকলের মুখে একটি শ্লোগান বিজেপি হটাও দেশ বাঁচাও টিএমসি হটাও বাংলা বাঁচাও।সামনে ২৯শে এপ্রিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন তারই শেষ মুহূর্তে প্রচারের স্বস্তিপল্লীতে একটা সভা করেন। সিপিএম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন গ্রামের সকল কর্মীসমর্থকরা।