সনাতন গরাই, দুর্গাপুর :- শুক্রবার দুপুরে স্নান করতে নেমে ব্যারেজের দুর্গাপুর ক্যানেলে তলিয়ে যায় সুকুমার নগরের বাসিন্দা শিবু বিশ্বাস। ঘটনার সূত্র ধরে জানা গেছে, শিবু বিশ্বাস প্রতিদিনের মতো আজ দুর্গাপুর ক্যানালে স্নান করতে এসেছিল। তার সঙ্গী উঠছে না দেখে খবর দেয় স্থানীয়দের। স্থানীয়রা শিবু মন্ডল কে খুঁজে না পেয়ে দুর্গাপুরের কোকোভেন ও বাঁকুড়ার বড়জোড়া থানায় খবর দেয়। বেশ কিছুক্ষণ কেটে যাবার পরও পুলিশ না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারপরই তারা অবরোধ করে দুর্গাপুর বাঁকুড়া রোড। সুকুমার নগর কার বড়জোড়া থানার নাকি কোকোভেন থানার এই নিয়ে শুরু হয় দুই থানার মধ্যে বিবাদ। স্থানীয় মানুষজন দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখলে 2 থানা থেকেই পুলিশ আসে। স্থানীয় লোকজন ডুবে যাওয়া ব্যক্তিকে খুঁজে না পেলে পুলিশ ডুবুরি নামিয়ে শুরু করে তল্লাশি।

ডুবে যাওয়া ব্যক্তির ভাগ্নে জানান সম্ভবত মামা ক্যানালে স্নান করতে নেমে তলিয়ে যায়। মামা মাঝে মাঝে অচৈতন্য হয়ে পড়তো, আর সেই কারণেই হয়তো মামা জলে ডুবে যেতে পারে।