সনাতন গরাই, দুর্গাপুর :- ওরমপুর সিউরি রুটের একটি সরকারি বাস জনবহুল রাস্তা দিয়ে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় সিটিসেন্টারের দিকে যাচ্ছিল তখনি একটি পথচলতি মানুষকে ধাক্কা মারে ওই দুরন্ত গতির গাড়ির চালক।ঘটনাস্থলেই মৃত্যূ হয় ওই ব্যক্তির।

ঘটনার সূত্র ধরে জানা গেছে ট্রাফিক নিয়ম না মেনে প্রচন্ড গতিতে পারাপার করে কিছু সরকারি বাস,আর তার ফলে পথচলতি মানুষকে মৃত্যুর মুখে পড়তে হয়।ঘাতক বাসের চালক বাস থেকে নেমে রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কার্যালয়ের ভেতরে ঢুকে পরে।ক্ষুব্ধ জনতা দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।ঘটনাস্থলে আসে কোকোভেন থানার পুলিশ এবং জনতাকে শান্ত করে এবং পথ অবরোধ মুক্ত করে যানচলাচল স্বাভাবিক করে দেয়।ঘাতক চালককে আটক করে কোকোভেন থানার পুলিশ।মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।