সনাতন গরাই, পশ্চিম বর্ধমান:- নববর্ষের আগেই দুর্ঘটনার হাত থেকে বাঁচলো কয়েকজন যাত্রী। দুর্গাপুরের সেপকো তে দুটি মারুতির মুখোমুখি সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে একটি মদ্যপ গাড়ি চালক ওপর একটি চার চাকা গাড়িকে ধাক্কা মারে। ফলে দুটি গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এই ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ আসেন বিজন ফাঁড়ির পুলিশ। ওই মদ্যপ গাড়ি চালকের গ্রেপ্তার করেন।
লোকসভা ভোটের সময় ঘটে চলেছে দিনের পর দিন দুর্ঘটনা নাকা চেকিং চলছে, তবুও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন একাধিক গাড়ির চালক। এলাকার মানুষের দাবি দুর্ঘটনার কথা মাথায় রেখে আরো করা নজরদারি করা দরকার।