সনাতন গরাই, দুর্গাপুর :- অনেকদিন আগে থেকেই দুর্গাপুরের মিনি বাস মালিকরা বেআইনি টোটো অটো বন্ধের অভিযোগ করেছিল।সেই অভিযোগের ভিত্তিতে অভিযানে নামলো আসানসোল দুর্গাপুর পুলিশ। এইদিন প্রায় ২২টির মত বেআইনি টোটো বাজেয়াপ্ত করে।দুর্গাপুরের প্রান্তিকা, গান্ধীমোড়, সিটিসেন্টার, মুচিপাড়া সংলগ্ন এলাকায় বেআইনি অটো- টোটোর দৌরাত্ব অতিরিক্ত বেড়েছিল। যার ফলে মিনি বাস মালিকরা ক্ষোভ দেখানোর পর লিখিত অভিযোগ করার ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। বাস মালিকরা জানান এই বেআইনি অটো টোটো কোনো রুট তো নেই যেখানে সেখান থেকে যাত্রী তুলছে যার ফলে আমাদের বাস গুলোই যাত্রী হচ্ছে না ,আমাদের রুজি রুটির টান পড়ছে। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে আর কোনো ভাবেই বেআইনি অটো-টোটো রাস্তায় চালানো যাবে না।