নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :- কমলপুরে এক বিজেপি কর্মীকে সকলেই চোখের সামনে খুঁটিতে বেঁধে মারধর করে বলে অভিযোগ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে ।ঘটনার সূত্র ধরে জানা গেছে, কমলপুরের খাদান থেকে তোলা আদায় করে নিখিল নায়েক, তার ভাইপো থেকে আরো অনেকে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে চলে গণপিটুনি। আনন্দ চন্দ্র নামে ওই বিজেপি কর্মী জানান ওদের কাজের প্রতিবাদ করতে গিয়েছিলাম তাই ওরা আমাকে মারধর করলো। গুরুতর জখম হয় আনন্দ চন্দ্র তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে ওই তৃণমূল নেতা নিখিল নায়েক জানান, আনন্দ চন্দ্র অনেক লোকের কাছে টাকা নিয়ে আর ফেরত দিত না। যার ফলে প্রতারণার শিকার হত এলাকার মানুষজন।হাতের সামনে ওই প্রতারকে পেয়ে মারধর করেছে। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে জানান। বিজেপি কর্মীরা জানান শাসকদলের কর্মীরা বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করছে, তারই শিকার হচ্ছে সাধারণ মানুষ।ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে,ঠিক কি কারণে এই ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে।