সনাতন গরাই, দুর্গাপুর :- অগ্রণী পূজা মণ্ডপ অন্যান্য মণ্ডপের তুলনায় কম যায় না। দুর্গাপুরের এক অন্যতম ঠাকুর দেখার জায়গা অগ্রণী। দক্ষিণবঙ্গের এক অন্যতম ঠাকুর দেখার জায়গা এখন দুর্গাপুর। যেখানে দক্ষ শিল্পীদের কারুকায্য পূর্নাথীদের মন জয় করে দেয়।রাত দিন এক করে সেই সব শিল্পীরা এখন মণ্ডপ তৈরিতে ব্যাস্ত।

অগ্রণী সর্বজনীন পূজা মণ্ডপ বাড়ে বাড়ে মানুষের মনে তাক লাগিয়ে দেয়। ঠিক তেমনি এবারের থিম পাতালপুরী। যেখানে থাকছে টায়ারের মাধ্যমে অসাধারণ কাজ যা মানুষের মন জয় করবে।টায়ারের সাথে থাকে থার্মোকল, ফোমের কাজ।পুজা কমিটি জানান, এই টায়ার,থার্মোকল, ফোম পরে থাকায় যেগুলো পরিবেশের ক্ষতি করে, আমরা সেগুলো দিয়েই মানুষকে বোঝাতে চাইছি এই সব বস্তূকে সঠিক কাজে লাগিয়ে পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো যায়।

কাজ প্রায় শেষের মুখে, আমাদের আসা প্রত্যেক বছরের মত এই বছরও মানুষের ভিড় উপচে পড়বে। মণ্ডপের চারিদিকে থাকছে জলের ব্যবস্থা, থাকছে কড়া নজরদারি। পুলিশি নিরাপত্তা থাকছে জোরদার।