সনাতন গরাই, দুর্গাপুর :- আজ ২রা অক্টোবর, দেবীপক্ষের চতুর্থীতে দুর্গাপুর সুভাষপল্লী মধ্যাঞ্চল পূজা কমিটির শারদ উৎসবের সূচনা হল রক্তদান শিবিরের মধ্য দিয়ে। এক উৎসব মুখর পরিবেশে ১৩ জন মহিলা সহ ২৭ জন রক্তদান করলেন।
দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনা করেছেন। সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক। শিবিরের শুরুতে জাতির জনক মহাত্মা গান্ধী’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত সকলে।রক্তদান শিবির প্রাঙ্গনে ৩৩তম রাজ্য সম্মেলনের ফেস্টুন লাগিয়ে প্রচার করা হয়েছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ধন্যবাদ জানিয়েছেন সকল রক্তদাতা ও আয়োজক সংগঠন।