সনাতক গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের সি -জোনের বস্তি এলাকায় বাড়ির দরজা লাগানোকে কেন্দ্র করে দুটি পরিবারের তুমুল সংঘর্ষ। ঘটনার সূত্র ধরে জানা আসা বিবি নামে এক প্রতিবেশীকে গিয়াসউদ্দিন ও নিজামুদ্দিন নামে দুই ব্যক্তি প্রায় সময় আসা বিবির পরিবারকে বিরক্ত করতো। আজ সকালে তা চরম পর্যায়ে পৌঁছায়। গিয়াসউদ্দিন ও নিজামুদ্দিন আজ বাইরে থেকে লোক এনে আসা বিবি ও তার পরিবারের ছেলেমেয়েদের উপর চড়াও হয়।গুরুতর জখম হয় আসাবিবির পরিবারের সদর্শরা।পরে এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজোনা ছড়ায়।খবর ঘটনাস্থলে আসে পুলিশ।তৃনমুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে,যদিও ৫নাম্বার ওয়ার্ড এর কাউন্সিলর জানান বিজেপি চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।