সনাতন গরাই, দুর্গাপুর :- শুক্রবার সন্ধ্যার দিকে দুর্গাপুরের মেইন গেটের ওল্ড কোর্ট এলাকায় একটি পূর্ণ বয়স্ক উটকে হাই ড্রেনে পরে থাকতে দেখে এলাকার মানুষ।এলাকার মানুষ পূর্ণ বয়স্ক উটটিকে ওই হাই ড্রেন থেকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে।পাঁকের মধ্যে পড়ে যাওয়ায় গুরুতর আহত হয় উটটি।

এলাকার মানুষ আহত উটটিকে সুস্থ করার চেষ্টা করে।পরে বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর আহত উটটিকে উদ্ধার করে নিয়ে যায়।