নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :- বৃহস্পতিবার সকালে দূর্গাপুর ইস্পাত নগরীর ভারতীর ফ্রেন্ডস ক্লাবের দুই নম্বর মাঠে মোবাইলের টাওয়ার বসাতে আসে একটি বেসরকারী কোম্পানি খবর পেতেই এলাকার স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ঐ মোবাইল কোম্পানীর কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদেরও বিক্ষোভ দেখায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাস দেড়েক আগেও এই মাঠে মোবাইলের টাওয়ার বসানো হয়েছিল সেই সময়েও তারা একইভাবে প্রতিবাদে সামিল হয়েছিলাম সবাই কিন্তু অজ্ঞাত রহস্যময় কারণে সেইবার মোবাইল টাওয়ার বসানো হয়েছিল যার মাসুল দিতে হচ্ছে এলাকার মানুষকে।বৃহস্পতিবার সকালে মোবাইল কোম্পানীর প্রতিনিধিরা এসে বলে এই টাওয়ার বসানোর প্রয়োজনীয় অনুমতি আছে।কিন্তু কাগজ দেখাতে না পাড়ায় ক্ষোভে ফেটে পড়েন ভারতী এলাকার মানুষজন, পুলিশ এলে উত্তেজিত বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন।শেষ পর্যন্ত জনতার প্রবল প্রতিরোধের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয় টাওয়ার কোম্পানীর প্রতিনিধিরা।বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকেন কেন আপনারা মোবাইল টাওয়ার কোম্পানীর প্রতিনিধিদের হয়ে কথা বলছেন? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমরা সবই জানি বুঝি কিন্তু এই মাঠে টাওয়ার বসানোর চেষ্টা হলে জনতার প্রবল প্রতিরোধ তৈরী হবে যার দায় নিতে হবে তখন প্রশাসনকেই।