সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের পঁয়ত্রিশ বছরের পুরাতন রথ বের হলো রাজেন্দ্রপ্রসাদ থেকে।দীর্ঘ পঁয়ত্রিশ বছর আগে থেকে এই রথের সূচনা হয়েছিল।তখন হালকা লোহার ছিল রথ।যদিও অভাবের জন্য তখন পিতলের হয়নি।জগন্নাথ দেবের কৃপায় তারপর এই রথ হলো পিতলের,সংস্কার হলো মন্দিরের।এখন রাজেন্দ্র প্রসাদ থেকে দড়ি টেনে শুরু হয়।তারপর চিত্তালয় মেলা হয়ে চতুরঙ্গ মাঠ পযন্ত হয়।সেখানে টেম্পুর্যারি মন্দির তৈরি করে পূজা হয় আট দিন মাসিরবাড়িতে।

মন্দিরের সভাপতি তপন মুখার্জী জানান মন্দিরে প্রতিদিন নিত্তসেবা হয়।রথের দিন প্রায় বহু ভক্তের জন্য অন্নকূটের ব্যাবস্থা করা হয়।মন্দিরের তরফ থেকে কোনো ভদ্র লোকের তার মেয়ের বিয়ে দিতে আর্থিক সংকট হলে এখান থেকে সাহার্য্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।গরিব বাচ্চাদের সাহার্য্য করা হয় খাবার দিয়ে।

এখনকার রথ দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করার পর মাসীরবাড়িতে রাখা হয়।আবার আট দিন পর নিজস্ব জায়গায় নিয়ে আসা হয় হয়।প্রায় ১০ হাজার লোকের সমাগম হয়।মাসির বাড়িতে আট দিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়া রথ উপলক্ষে চিত্তালয়ের মেলা জমজমাট।চারিদিকে প্রশাসনিক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।চলছে ড্রোনের নজরদারি।