সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের কোকোভেন থানার শ্যামপুরে পথদুর্ঘটনায় মৃত হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম হরেন দাস।ঘটনার সূত্র ধরে জানা গেছে, পুলিশের তোলাবাজির জেরে এই দুর্ঘটনা। ক্ষিপ্ত জনতা পুলিশকে এলাকাছাড়া করে। মৃতদেহ আটকে রেখে চলে পথ অবরোধ।গোটা এলাকা জুড়ে চলে এই বিক্ষোভ। জনতা ও পুলিশের মধ্যে চলে রণক্ষেত্র। প্রায় ঘন্টা খানেক পর পুলিশ মৃতদেহ তোলে। এলাকার মানুষের দাবি, পুলিশ দীর্ঘদিন ধরে তোলাবাজি করে যার ফলে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে।