সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের ইস্পাত নগরীর ডেভিড -এ এক পুরুষ ও এক নারীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনার সূত্র ধরে জানা গেছে, কৌশিক গোস্বামী(২৮) ও কাবেরী ভট্টাচার্য(৪০) দুজনই বাস করেন ডেভিডে। গতকাল গভীর রাতে গাড়ি চালু থাকার আওয়াজ শুনতে পাই প্রতিবেশীরা। সেই দেখে সন্দেহ জাগে ও ডাকাডাকি করলে সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে গ্যারেজের দেওয়াল ভেঙে উদ্ধার করে দুই মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির কাঁচ বন্ধ থাকায় এবং এসির কোনো ত্রুটি হওয়ায় অক্সিজেনের অভাবে মৃত্যু হয়।
মৃত কৌশিক গোস্বামী ও কাবেরী ভট্টাচার্যের অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল বলে আনুমানিক ধারণা। মাস খানেক আগে থেকে বাবার শরীর অসুস্থ হওয়ার কারণে দুর্গাপুরের ইস্পাত কারখানায় কাজ করতো কৌশিক। প্রতিবেশীরা জানান কৌশিক এমনিতে ভালো সে এমন করতে পারে না,পুলিশের এই ধারণাকে মানতে চাননি এলাকায় মানুষ।মৃতদেহগুলিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ তদন্ত শুরু করেছে কি কারণে এই দুজনের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে।