সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের ইস্পাত কারখানায় শ্রমিকরা নাইট শিফট ডিউটিটি এসে প্রবেশ করার গেট খুলতে বললে প্রশ্নের মুখে পড়তে হয় শ্রমিকদের।কর্মীরা ভেতরে ঢুকতে চাইলে বাধা দেয় সি আই এস এফ জওয়ানরা।তারা জানান ইস্পাত কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে ডিউটি শুরুর কিছুক্ষন আগে গেট খোলা হবে।শিফট এ আসার কর্মীরা ঢুকতে চাইলে সি আই এস এফ জওয়ানদের সাথে বচসা বাঁধে,এবং জওয়ানরা কর্মীদের উপর লাঠিচার্জ করে।এর ফলে আহত হয় বেশ কয়েকজন।এর পর গেটের বাইরে প্রতিবাদ শুরু করে কয়েকটি শ্রমিক সংগঠন।এই ঘটনার পরেও কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে নি।
সিটুর সম্পাদক বিশ্বরূপ ব্যানার্জি জানান, ডিউটিতে এসে গেট খুলতে বললে সি আই এস এফ কয়েকজন জওয়ানরা সিভিল ড্রেসে হাফ প্যান্ট পরে বাইরে বেরিয়ে আসে এবং লাঠিচার্জ শুরু করে,যার ফলে আক্রান্ত হয় বেশ কয়েকজন।পড়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে চাপের মুখে পড়ে সি আই এস এফ এর উচ্চপদস্থ অধিকরা এসে জানান যে সব জওয়ান রা এই কাজ করেছে তাদের সাসপেন্ড করা হবে,গোটা ঘটনার তদন্ত করা হবে।এছাড়াও জানান ভবিষ্যতে গেটে প্রবেশ করতে এইরকম সম্যসা হবে না।