কলমের দুনিয়া ব্যুরো :- ঝুঁকি নিয়ে মাত্র দুদিনের সদ্যোজাত শিশুর ডায়াফার্ম্যাটিক হার্নিয়া অপারেশন করে সাফল্য। এখন দিব্যু রয়েছে শিশুটি।
গত ২৬ আগস্ট মছলন্দপুরের সাদপুরের বাসিন্দা সুব্রত ঘোষের স্ত্রী বারাসাতের নবপল্লীর এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। জন্মানোর দুদিন পর শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। পরীক্ষা নিরীক্ষা করে শিশুটির শরীরে ডায়াফার্ম্যাটিক হার্নিয়া ধরা পড়ে। বুকের কাছেই এটি হয়ে থাকে। যা একেবারে বিরল ঘটনা। চিকিৎসকরা সেটি অপারেশন করার সিদ্ধান্ত নেন। তবে সেই অপারেশন যথেষ্ট ঝুকিপূর্ণ ছিল। শেষমেশ বিশিষ্ট চিকিৎসক তপনজ্যোতি বন্দ্যোপাধ্যায় গত ২৮ আগস্ট ঝুঁকি নিয়ে এই অপারেশন করেন। অপারেশন সফল হয়। বারাসাতের মধ্যে এহেন অপারেশন করে কার্যত নজির সৃষ্টি করেছেন তপনজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও তার সাথে থাকা চিকিৎসকদের দল।

দীর্ঘ লড়াই শেষে ১৬ দিনের মাথায় সুস্থ সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন তার বাবা-মা। তারা ধন্যবাদ জানালেন বিশিষ্ট চিকিৎসক তপনজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে। তারা বললেন, ঈশ্বরকে কাছ থেকে দেখলাম।