নিজস্ব সংবাদদাতা, বারাসাত :- বারাসাত বাড়ির পাশেই দুদিকে রেলিং না থাকায় পুকুর প্রাণ কেড়ে নিল এক মদ্যপের। স্ত্রী, এলাকাবাসী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, দশমীর রাতে সম্ববত মদ্যপান করেছিলেন বারাসাতের লেলিন কলোনীর পঁয়ত্রিশের তারক মাঝি । স্ত্রী টুম্পা মাঝি বলছে, তিনি ও তাদের একমাত্র বছর দশেকের কন্যা উদ্বিগ্ন ছিলেন। তারক মাঝি রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পরে। সকালে বাড়ির পাশে চটি পড়ে থাকতে দেখে এলাকাবাসি। এরপরই স্ত্রী টুম্পা দেবী পুকুর পাড়ে গিয়ে দেখেন যে তার স্বামী র চটি। তখন পরিবারের সন্দেহ জাগে দুদিকে রেলিং না থাকায় তারক নিশ্চয়ই মদ্যপ অবস্থায় পুকুরে পরে গেছে। পুকুরে দেহ না ভেসে উঠলেও সকালেই পুলিশ কে জানানো হয় । ডুবুরি আসে , জাল ফেলে উদ্ধার হয় তারক মাঝির দেহ । পুলিশ আসে । ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয় দেহ ।
এই ঘটনায় এলাকার ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ক্ষিপ্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে, তাঁরা জানান, বার বার বললেও পুরসভা থেকে পুকুরটিকে ঘেরা হয় নি । তাঁদের দাবি, পুকুর ঘিরে দিতে হবে । একইসাথে পরিবারের দায়ভার নিতে হবে প্রশাসনকে ।