সংবাদদাতা, বনগাঁ :- দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে এসেও কোন কাজ না মেটায় ক্ষুব্ধ গ্রাহকরা। ঘটনাটি বনগাঁ মুখ্য ডাকঘরে l সোমবার ক্ষুব্ধ গ্রাহকেরা ক্ষোভে ফেটে পড়েন পোস্ট অফিসের সামনে। গ্রাহকদের দাবি গত মাসের ২৬ তারিখের পর থেকে পোস্ট অফিসের কোনো কাজ হচ্ছে না। বারংবার পোস্ট অফিসে এসেও মিটছেনা কোন কাজ। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও মিলছে না পেনশনের টাকা। যার ফলে চরম বিপাকে পড়েছেন পেনশন হোল্ডাররা। শুধু তাই নয় গ্রাহকদের দাবি দীর্ঘদিন আগে ম্যাচুরিটি হয়ে গেলেও সেই টাকা তারা পাচ্ছেন না পোস্ট অফিস থেকে৷ এমনকি পোস্ট অফিসের পাশ বই থেকেও টাকা তুলতে পারছেন না সাধারণ মানুষ। যার ফলে সমস্যায় পড়েছেন অনেক গ্রাহকেরায়। গ্রাহকদের দাবি এ বিষয়ে পোস্ট মাস্টার কে জানানো হলে তিনি লিংকের অজুহাত দিচ্ছেন৷ এ ব্যাপারে পোষ্ট মাষ্টার বলেন নেট কানেকসান না থাকায় এই সমস্যা হচ্ছে।